মাননীয় প্রধানমন্ত্রীর চাচী এবং জননেতা শেখ হেলাল উদ্দিন এমপি’র মাতা মরহুমা শেখ রাজিয়া নাসেরের রুহের মাগফেরাত কামনায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৭ নভেম্বর) পাটগাতি বাসস্ট্যান্ড সংলগ্ন নিজ কার্যালয়ে আছর নামাজ আদায় শেষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। টুঙ্গিপাড়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখের সভাপতিত্বে, গওহরডাঙ্গা মাদ্রাসার হুজুরের পরিচালনায় স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ রুহুল আমিন, প্রচার সম্পাদক এম বদরুল আলম, অ্যাড. রাকিদুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা আ.লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি মোঃ ইলিয়াছ হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল ওহাব শেখ, পৌর আ.লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, পাটগাতি ইউপি চেয়ারম্যান মোঃ মিলন মোল্লা, বর্ণি ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বাদশা, সাবেক ইউপি চেয়ারম্যান খালিদ জমাদ্দার সহ স্থানীয় আ.লীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের প্রায় দুই সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লিরা। দোয়া মাহফিল শুরুর পূর্বে আয়োজক কর্তৃপক্ষের স্বেচ্ছাসেবীরা আগত মুসল্লিদের মাঝে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে স্বাস্থ্যসম্মত মাস্ক বিতরণ করেন। পরে আগত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।