প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৭:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২০, ১২:৪৬ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ায় অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত
টুঙ্গিপাড়ার পাটগাতি বাজারে অভিযান চালিয়ে দুই দোকান থেকে অবৈধ কারেন্ট জাল জব্দ করে ভ্রাম্যমান আদালত। আজ সকালে বিশেষ এক অভিযানে এ জাল গুলো আটোক করে ভ্রাম্যমান আদালত। উপজেলা প্রসাশন ও উপজেলা মৎস অধিদপ্তরের উদ্যোগে আজ বৃহস্পতিবার পাটগাতি বাজারে অভিযান চালিয়ে গবিন্দ ষ্টোরকে ৫০০০ হাজার টাকা এবং অন্য একটি দোকানে ৩০০০ টাকা জরিমানা করেন। টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বশাকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন কারেন্ট জাল মাছের জন্য অভিশপ্ত । মাছের বংশবৃদ্ধিতে হুমকিের মুখে ধাবিত করে এবং পোনা উৎপাদনে প্রভাব ফেলে। তাই এটি বন্ধ করতে হবে। সচেতন মহলকেও এগিয়ে আসতে হবে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রিন্ট করুন
সেভ করুন