টুঙ্গিপাড়ার প্রাচীন পশুর হাট পাটগাতিতে বসেছে, কিন্তু নেই স্বাস্থ্য সচেতনতা

টুঙ্গিপাড়ার প্রাচীন পশুর হাট পাটগাতিতে বসেছে, কিন্তু নেই স্বাস্থ্য সচেতনতা পবিত্র ঈদুল আজহার ৭ দিন বাকি। কিন্তু এখনও জমে উঠেনি কোরবানির পশুর হাট। এর মধ্যেই গত মঙ্গলবার ছিল টানা বৃষ্টি। এ কারণে ওইদিন ক্রেতা উপস্থিতি ছিল আরও কম। আজ ২৫ জুলাই টুঙ্গিপাড়ার প্রাচীন পশুর হাট পাটগাতি বসেছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির হাট। শত শত পশু আর হাজারো মানুষের ভিড়ে মুখরিত পুরো হাট। কিন্তু তাদের মাঝে নেই স্বাস্থ্য সচেতনতা।
বেপরোয়া ভাবে চলাচল করছে ক্রেতা বিক্রেতা উভয়ই। এটা নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছে। করোনা মহামারীর প্রকোপ এখনো দূর হয়নি বাংলাদেশ থেকে। তারপরও মানুষের এমন অবাধ বিচরণ। এসময় হাটে উপস্থিত হন টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাকিব হাসান তরফদার, সহকারী কমিশনার ভূমি শ্যামল চন্দ্র বশাক,  ও সাবেক টুঙ্গিপাড়া পৌর মেয়র ইলিয়াস হোসেন সরদার ও যুব উন্নয়ন কর্মকর্তা সাজেদুল ইসলাম। তারা পুরো হাট পরিদর্শন করেন এবং সকলকে স্বাস্থ্য মেনে চলতে উদ্বুদ্ধ করেন। এবং ক্রেতা বিক্রেতাদের সাথে তাদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেন।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ইতিপূর্বে যে কার্যক্রমগুলো গৃহীত হয়েছে, তার কোনটাই সফলভাবে বাস্তবায়ন হয়নি। গত ঈদে দেখা গেছে সর্বশেষ ঈদের ছুটিতে জনগণের যাতায়াত নিয়ন্ত্রণ না করার কারণে করোনাভাইরাস সংক্রমণ কীভাবে বেড়েছে।” বিষয়টি নিয়ে হেলাফেলা করার আর কোন সুযোগ নেই। “যদি এবার পশুর হাট গুলোত এমন বেহাল ভাব হয় তাহলে সর্বনাশের ষোলকলা পূর্ণ হবে। এই রোগটি নিয়ন্ত্রণে রাখার জন্য যে প্রয়াসগুলো সরকার নিচ্ছে তার সবটাই ব্যর্থ হবে। তাই প্রসাশনের কঠোরভাবে এগুলো পর্যবেক্ষণ করতে হবে।
 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *