টুঙ্গিপাড়ার ডুমরিয়া ইউনিয়নে পালিত হলো ২১ শে আগস্টের শোক দিবস।

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার ডুমরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়ায় শেখ রাসেল ক্লাবে পালিত হলো ২১ শে আগস্টের শোক দিবস। বিশেষ কার্য দিবসের মধ্যে দিয়ে ডুমরিয়া ইউনিয়নের সর্ব সাধারন মানুষ এই দিনটি গভীর শ্রদ্ধার সাথে পালন করলেন। উক্ত দিবসে ২১ শে গ্রেনেড হামলায় যারা প্রান হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের জন্য দোয়া চেয়ে আলোচনা সভা শুরু করা হয়। উক্ত সভায় উপস্তিত ছিলেন• প্রধান অতিথীঃ বীর মুক্তিযোদ্ধা টি জি গোলাম মোস্তফা৷ সাবেক সভাপতি, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ৷ উপদেষ্টা মন্ডলীর সদস্য, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ৷ • বিশেষ অতিথীঃ বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ শেখ৷ সহ-সভাপতি টুঙ্গিপড়া উপজেলা আওয়ামীলীগ৷ • সভাপতিত্ব করেছেনঃ এনামুল হক তালুকদার৷ সভাপতি, ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ৷ • সঞ্চলনা করেছেনঃ মৃনাল কান্তি বিশ্বাস সাধারন সম্পাদক, ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ৷ ২০০৪ সালের ২১ শে আগষ্ট এই দিনে জাতির পিতার সুযোগ্য কন্যা দেশ রত্ন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কে হত্যার চেস্টা চালায় একদল সন্ত্রাসী, কিন্তু করুনাময় সৃস্টি কর্তার দোয়ায় সেদিন বেঁচে যায় নিহত হয় অনেক মানুষ। দেশদ্রোহীরা চেয়েছিলো জননেত্রী শেখ হাসিনা কে মেরে পুরো দেশটাকে অচল করে দিতে। চেয়েছিলো দেশটা যেনো পঙ্গু হয়ে যায়। তারা তাদের দুসকৃতি দল তাদের ক্ষমতা চালিয়ে দেশের সব কিছু লুট করে নিতে। তাদের অবোয়ধো ক্ষমতায় দেশে সাধারন মানুষকে ক্ষত বিক্ষত করে দিতে চেয়েছিলো। কিন্তু প্রবাদে একটা কথা আছে রাখে হরি মারে কে। সৃষ্টি কর্তা যদি কাউকে বাচিঁয়ে রাখে তাকে মারার মতো ক্ষমতা কারো নেই। সেদিনের সেই দেশ রত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশটাকে নিয়ে গেছে কতো উন্নতির দিকে। দেশের মানুষের আগের মতো কোন অভাব নেই, নেই কোন হাহাকার, অরাজকতা। তারই অবদানের জন্য আজ বাংলাদেশটাকে পৃথিবীর সকল রাষ্ট্রের কাছে পরিচিত করেছে নতুন ভাবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *