অভ্যন্তরীন উৎস থেকে ধান সংগ্রহ অভিযান শুরু করেছে সরকার ২৮ এপ্রিল থেকে প্রতি কেজি ধান ২৭ টাকা দরে সরাসরি কৃষকের কাছ থেকে কেনা শুরু হয়েছে।
তারই ধারাবাহিকতাই টুঙ্গিপাড়য় আজ (বৃহস্পতিবার) বেলা ১১ টায় উপজেলার খাদ্যগুদামে পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের কৃষক হাসমত শেখের ১ টন বোরো ধান সংগ্রহ করে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওয়াজিউর রহমান, খাদ্য গুদাম কর্মকর্তা বিদ্যুৎ বিশ্বাস সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বিগত ২৪ ফেব্রুয়ারি খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় চলতি বোরো মৌসুমে সারাদেশে সরাসরি কৃষকের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান, মিলারদের কাছ থেকে ৪০টাকা কেজি দরে ১১ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৩৯ টাকা কেজি দরে পঞ্চাশ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।