৪৩ তম বিসিএস এ ক্যাডার টুঙ্গিপাড়া সন্তান সৌমিত্র সমাদ্দার
শিক্ষা জীবনের সব চেয়ে বড়ো চাওয়া থাকে দেশের একজন প্রথম শ্রেনীর কর্মকর্তা হওয়া। আর তা যদি পূর্ণ হয় শিক্ষা জীবন শেষ করতে না করতেই।
এমনই একজন সৌভাগ্যবান ব্যক্তি যিনি প্রথম বারেই ৪৩ তম বিসিএস এ জনস্বাস্থ্য প্রকৌশল ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। তিনি সৌমিত্র সমাদ্দার, গ্রাম: ভৈরব নগর, ইউনিয়ন: ডুমুরিয়া, উপজেলা: টুঙ্গিপাড়া, জেলা: গোপালগঞ্জ। তিনি একজন স্বনামধন্য স্কুলের বিজ্ঞান শিক্ষকের সুযোগ্য সন্তান। পিতা সুনিল কুমার সমাদ্দার, মাতা নমিতা রানি সমাদ্দার। পিতা স্কুলের স্বনামধন্য একজন বিজ্ঞান শিক্ষক ছিলেন।
সৌমিত্র সমাদ্দার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা গ্রহন করেছেন তার পিতার কর্মক্ষেত্রে ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে। ২০১৩ সালে মাধ্যমিক পরিক্ষায় উত্তীর্ণ হয়েছেন এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় গোপালগঞ্জ। এবং ২০১৫ সালে উচ্চমাধ্যমিক শেষ করেছেন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা। এরপর বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যয়ন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ডিপার্টমেন্ট সিভিল ইন্জিনিয়ারিং।
তিনি বিশ্ববিদ্যালয়ে সিজিপিএ ৩.৭০ পেয়ে ৫ম স্থান অধিকার করে এখন ৪৩ তম বিসিএস এ জনস্বাস্থ্য প্রকৌশল ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। এতো কম বয়সে স্বপ্ন পূরন করে তিনি সবারই মন জয় করেছেন। পিতা মাতার স্বপ্ন পূরনে তিনি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। পিতা মাতার মুখ উজ্জ্বল করে নিজের ভবিষ্যত গড়তে সক্ষম হয়েছেন। পিতার শিক্ষকতা জীবনের সম্মান রক্ষা করেছেন। বাকি জীবনটা যেনো দেশের কাজে নিয়োজিত করতে পারে সেই আশীর্বাদ প্রার্থনা করছেন।