টুঙ্গিপাড়া যুবলীগের ‘তারুণ্যের জয়যাত্রা’ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ জুলাই) সকাল ১০টায় ‘তারুণ্যের জয়যাত্রা’ কে সফল করতে টুঙ্গিপাড়া উপজেলার সহস্রাধিক নেতাকর্মী ও গাড়ি বহর নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধের ২নং গেট থেকে শুরু হয়ে টুঙ্গিপাড়ার বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা আওয়ামী যুবলীগের কার্যালয়ে এসে শেষ হয় ।

এসময় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম, টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সভাপতি হাসান আহমেদ কচি, সাধারণ সম্পাদক বিএম মাহমুদ হক, পৌর যুবলীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হক সহ যুবলীগের অন্যান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সভাপতি সভাপতি হাসান আহমেদ কচি বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে যাত্রা শুরু করেছেন, সেই যাত্রাকে আরও ত্বরান্বিত করে সাফল্যমণ্ডিত করতেই এ আনন্দ মিছিল। ‘তারুণ্যের জয়যাত্রা’ থেকে সব দেশবিরোধী ষড়যন্ত্রকে প্রতিহত করে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার শপথ নিলাম।

টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিএম মাহমুদ হক বলেন, দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও পদ যাত্রারসহ বিভিন্ন কর্মসূচির নামে হামলা ভাঙচুর এবং যানবাহনে অগ্নিসংযোগের প্রতিবাদ জানাই ও সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য নিন্দা জানাই, এসময় দল মত নির্বিশেষে সকল কে একযোগে কাজ করার আহ্বান জানান।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *