স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় টুঙ্গিপাড়া ইউএনও একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, বীর মুক্তিযোদ্ধা শেখ জাহাঙ্গীর হোসেন, সিরাজুল হক পান্না, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস সহ শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
এর আগে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরনে এক মিনিট নীরবতা পালন করা হয়।