টুঙ্গিপাড়া পৌর যুবলীগের নতুন অহবায়ক কমিটি ঘোষণা

আজ রবিবার উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি হাসান আহমেদ কচি ও সাধারণ সম্পাদক বিএম মাহমুদুল হক স্বাক্ষরিত এক চিঠিতে ৩১ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়।

 হাসান আহমেদ কচি বলেন, নুরুল ইসলাম, আহবায়ক ও নাজমুল হাসান কে যুগ্ম আহবায়ক করে কমিটি অনুমোদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, শেখ শুকুর আহম্মেদ সহক সভাপতি উপজেলা আওয়ামীলীগ, মোঃ ইমদাদুল হক বিশ্বাস যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলগি, মোঃ শেখ সাইফুল ইসলাম সভাপতি টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগ, মোঃ ফোরকান বিশ্বাস সাধারণ সম্পাদক টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগ, মোঃ ছামাদ বিশ্বাস সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, মোঃ নাজমুল হক পারভেজ স্বেচ্ছা সেবকলীগ, পান্না মৃধা পৌর স্বেচ্ছা সেবকলীগ, মোঃ রেজাউল হক বিশ্বাস উপজেলা ছাত্রলীগ সভাপতি, শেখ বাবুল হোসেন খোকন সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রলীগ, সোফিদা আক্তার জোনাকি ভাইস চেয়ারম্যান ও সভাপতি যুব মহিলালীগ, এছাড়াও অন্যান্য নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ১১ নভেম্বর যুবকদের সংগঠিত করার লক্ষ্য নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুবলীগ গঠন করেন তার ভাগ্নে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি। ১৯৭৪ সালে যুবলীগের প্রথম কংগ্রেসে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *