টুঙ্গিপাড়া পৌর মেয়রের উদ্যোগে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
টুঙ্গিপাড়া পৌর মেয়রের উদ্যোগে করোনা প্রতিরোধে পৌর বাসীর মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রাণঘাতী করোনা (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত দেশজুড়ে ২য় দফায় ৭ দিনের কঠোর লকডাউন চলছে। টুঙ্গিপাড়া পৌরবাসীকে করোনা মুক্ত ও নিরাপদে রাখতে নবনির্বাচিত পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলের উদ্যোগে পৌরসভার ৯ টি ওয়ার্ডে নির্বাচিত সকল কাউন্সিলরগণের মাধ্যমে পৌরবাসীর মাঝে করোনা প্রতিরোধে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
পৌর মেয়রের দিক-নির্দেশনায় প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলর তার নিজ এলাকার ১৫০ টি পরিবারের মাঝে স্বাস্থ্যবিধি মেনে এ সুরক্ষা সামগ্রী পৌঁছে দেন। শনিবার স্বাস্থ্যবিধি মেনে ৩নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মঈনুল ইসলাম অপু তার নিজ এলাকায় বসবাসকারী অসহায় ও অস্বচ্ছল পরিবারের মাঝে এ সুরক্ষা সামগ্রী পৌঁছে দেন। সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিলো বড় সাইজের একটি হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক।