গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। এতে তিনি মাথায় ও ঘাড়ে আঘাতপ্রাপ্ত হয়েছে। আজ সোমবার বিকালে উপজেলার গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাসের ভাগ্নে তরিকুল ইসলাম জানান, নতুন একটি প্রাইভেট কার কিনে স্কুল মাঠে তিনি চালানোর অনুশীলন করছিলেন। পরে গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে স্কুল মাঠ থেকে মেইন রাস্তায় উঠতে গেলে মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে তার মাথায় ও ঘাড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তরিকুল ইসলাম আরো জানান, প্রাথমিক চিকিৎসা শেষে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস নিজ বাড়িতে বিশ্রামে রয়েছেন।