টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ০৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ চান মিয়া শেখ

 আজ ৩০শে ডিসেম্বর বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মভূমি টুঙ্গিপাড়ায় আসন্ন পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা শেষ হয়েছে।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত টুঙ্গিপাড়া পৌরসভা মেয়র পদপ্রার্থী শেখ তোজাম্মেল হক টুটুল মনোনয়নপত্র জমা দেন।
গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ ফইজুল মোল্লার নিকট দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় কাউন্সিলর পদ প্রার্থীদের মধ্যে ০৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ চান মিয়া শেখ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও মোনাজাত শেষে উপজেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ ফইজুল মোল্লার নিকট প্রার্থীতার ফরম দাখিল করেন। এসময় সেখানে ০৭ নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *