টুঙ্গিপাড়া পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস -২০২৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে পালিত এই দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল “অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন”।

নারী দিবস উপলক্ষে এক বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যেখানে নারী ও কন্যারা অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পুরো এলাকায় প্রদক্ষিণ করে। এ সময় নারীরা বিভিন্ন প্লাকার্ড ও স্লোগান দিয়ে শোভাযাত্রায় অংশ নেন, যা তাদের অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবি জানানোর প্রতীক হিসেবে উঠে আসে।

শোভাযাত্রার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মইনুল হক। এছাড়া উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচি, যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীদের ক্ষমতায়ন এবং তাদের অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি, এবং সমাজের উন্নয়নে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরো বলেন, নারীদের শিক্ষা, স্বাস্থ্য, ও অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমতা অর্জন না হওয়া পর্যন্ত সত্যিকার অর্থে জাতীয় উন্নয়ন সম্ভব নয়



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *