প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ৭:০১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২১, ৫:৩২ অপরাহ্ণ
টুঙ্গিপাড়া পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার সঞ্জিব ভার্টি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফরকে সামনে রেখে ভারতের সহকারি হাই কমিশনার ( রাজশাহী ) সঞ্জিব কুমার ভার্টির নেতৃত্বে ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স পরিদর্শণ করেছেন।
তিনি আজ সোমবার দুপুরে ভারতের স্পেশাল প্রটেকশন গ্রুপের (এসপিজি) সদস্যদের সাথে নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে ও বঙ্গবন্ধু ভবন সহ গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শণ করেন। এসময় টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) দেদারুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার ওসি (অপারেশন) ইসমাইল হোসেন সহ অরো অনেকে উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসবেন। পরের দিন তিনি টুঙ্গিপাড়া এসে স্বাধীন বাংলাদেশর মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এরপর বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে তাঁর একটি গাছের চারা রোপনের কর্মসূচী রয়েছে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত