গতকাল ৪ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে নেমে এলো এক কাল বৈশাখী ঝড়। হঠাৎ সবকিছু যেন এলোমেলো করে দিয়ে গেলো। ঝড়ের তাণ্ডবে গাছ পালা ঘর বাড়ি সব কিছু ভেঙে চূরে একাকার করে দিলো। সব চেয়ে ক্ষতি বেশি করেছে সাধারণ কৃষকদের, মাঠের সোনালী ফসল ধান , কৃষকের একমাত্র ভরসা, তা যেনো নিরাশার ফল হয়ে দাঁড়িয়েছে। আর কিছু দিন পরেই কৃষকের মুখে হাসি ফুটিয়ে ঘরে উঠবে সোনালী ফসল, কিন্তু গতকালের ঝড় আশার মুখে নিরাশার ছাপ দিয়ে গেলো। ঝড়ের মাঝে হঠাৎ গরম হাওয়া প্রবাহিত হওয়ার কারনে মাঠের ফসল নষ্ট হয়ে গেছে। অতিরিক্ত গরমে ফলন্ত ধান সহ্য করতে না পেরে পুরে গেছে, ধান গাছের পাতা শুকাতে শুরু করেছে। সবুজের মাঠ আর সবুজ নেই। পরিনত হয়েছে দুঃখ দুর্দশার ছবিতে। সমস্ত কৃষকের বেঁচে থাকার একমাত্র সম্বল নষ্ট হয়ে যাওয়া তাদের মাথায় হাত পড়েছে। কিভাবে বেঁচে থাকবে একটা বছর।