গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিঙ্কন মোল্লাকে গ্রেফতার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ।
আজ সোমবার (২০ মে) বিকেলে লিঙ্কন মোল্লা গিমাডাঙ্গা পূর্ব পাড়ার নিজ বাড়িতে মায়ের সাথে দেখা করতে আসলে পুলিশ তার অবস্থান টের পায়। লিঙ্কন বাড়ির দেওয়াল টপকে পালালে পুলিশ পেছন পেছন ধাওয়া করে তাকে গ্রেফতার করে বলে টুঙ্গিপাড়া থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
উল্লেখ্য লিঙ্কন মোল্লা ৫ আগষ্ট সরকার পতনের পর গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন।
টুঙ্গিপাড়া থানার সাব ইন্সপেক্টর মনির হোসেন বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লাকে খান সাহেব স্কুলের সামনে পুলিশের গাড়ি ভাংচুর ঘটনায় টুঙ্গিপাড়া থানায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের মামলার এজাহার নামিয় ৮০ নাম্বার আসামী। তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা রয়েছে। তাকে দ্রুতই কোর্টে চালান করা হবে।