টুঙ্গিপাড়ার ৫ ইউনিয়নে আওয়ামী লীগ সহ মোট ১৮ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

 গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ৫ প্রার্থী সহ মোট ১৮ প্রার্থী তাদের নির্বাচনী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইসি ঘোষিত আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে এই উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তার দেওয়া তথ্যমতে ৫ ইউনিয়নে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন যারা. ১ নং কুশলি ইউনিয়নঃ (১) মোঃ বেলায়েত হোসেন সরদার (আওয়ামী লীগ মনোনীত প্রার্থী) (২) শেখ মোহাম্মদ কদর আলী (স্বতন্ত্র) (৩) দুলাল গাজী (স্বতন্ত্র) ২ নং বর্ণি ইউনিয়নঃ (১) মোসাঃ মিলিয়া আমিনুল (আওয়ামী লীগ মনোনীত প্রার্থী) (২) খালিদ হোসেন জমাদ্দার (স্বতন্ত্র)  ৩ নং গোপালপুর ইউনিয়নঃ (১) লাল বাহাদুর বিশ্বাস (আওয়ামী লীগ মনোনীত প্রার্থী) (২) শৈলেন্দ্রনাথ বাইন (স্বতন্ত্র) (৩) সুষেন সেন (স্বতন্ত্র) (৪) রিকো কবিরাজ (স্বতন্ত্র) (৫) অরুণ বাইন (স্বতন্ত্র) ৪ নং পাটগাতি ইউনিয়নঃ (১) শেখ শুকুর আহম্মেদ (আওয়ামী লীগ মনোনীত প্রার্থী) (২) বীর মুক্তিযোদ্ধা শেখ জাহাঙ্গীর হোসেন (স্বতন্ত্র) (৩) রমজান শরীফ (স্বতন্ত্র) (৪) কবির শেখ (স্বতন্ত্র) ৫ নং ডুমুরিয়া ইউনিয়নঃ (১) আলী আহম্মেদ শেখ (আওয়ামী লীগ মনোনীত প্রার্থী) (২) মৃণাল কান্তি বিশ্বাস8 (স্বতন্ত্র) (৩) মোঃ হাসমত আলী শেখ কুন্নু (স্বতন্ত্র) (৪) সূখময় বাইন চণ্ঠিয়া (স্বতন্ত্র)।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *