টুঙ্গিপাড়ার পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন পরিবার


গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর সভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল অসুস্থ জনিত কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন। গতরাত ১ টায় টুঙ্গিপাড়ায় নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা প্রথমে তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় পাঠানো হয়। বর্তমানে তিনি খুলনায় সিটি হসপিটালের আইসিইউতে তিনি চিকিৎসাধীন রয়েছেন। পারিবারিক ও পৌর কাউন্সিলর মঈনুল ইসলাম অপু জানান, মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলের হার্টে ব্লক ধরা পড়েছে। দ্রুত রিং পড়ানোর প্রয়োজন।
বিষয়টি নিয়ে পারিবারিক ভাবে সিদ্ধান্ত চলছে। এদিকে মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলের দ্রুত সুস্থতা কামনায় কোথেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে। টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলের দ্রুত সুস্থতা কামনা করে জনপ্রিয় অনলাইন পোর্টাল “দৈনিক শতবর্ষ” পরিবার টুঙ্গিপাড়া বাসীর নিকট দোয়া চেয়েছেন।