টুঙ্গিপাড়ায় ৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট

শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অধিকার নিশ্চিতসহ ৪ দফা দাবি আদায়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ এর উদ্যোগে অনির্দিষ্টকালের কালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বুধবার (১৬ই আগষ্ট) সকাল ১০ টা হতে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাসের একাডেমিক ও প্রশাসনিক ভবনের মূল প্রবেশদ্বারে জড়ো হয়ে এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

ম্যাটস শিক্ষার্থীদের ৪ দফা দাবিগুলো হলো- সদ্য প্রণীত অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ প্রদান, বিগত দিনের সিদ্ধান্ত অনুযায়ী মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন।

কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন ম্যাটসের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীবৃন্দ।

অতি শিঘ্রই দাবি মেনে নেওয়া না হলে পরবর্তীতে আরও ব্যাপক কর্মসূচি দেওয়া হবে বলে জানানো হয়। এছাড়া মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) টুঙ্গিপাড়া অধ্যক্ষ বরাবরে স্মারকলিপি প্রদান করেছে তারা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *