টুঙ্গিপাড়ায় ৪৯তম জাতীয় সমবায় দিবস উদযাপন


আজ ৪৯তম জাতীয় সমবায় দিবস এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন সমবায় সমিতির ইতিহাস প্রায় মানবসভ্যতার ইতিহাসের মতই প্রাচীন। বর্তমানের সমবায় সমিতির সাংগঠনিক রূপটি প্রতিষ্ঠিত হয় ইউরোপের শিল্পবিপ্লবের কিছু পূর্বেই।
সমবায় এমন একটি প্রতিষ্ঠান যেখানে সম্মিলিতভাবে সকলের কল্যাণ হয়। বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সারাদেশে দিবসটি পালিত হচ্ছে। টুঙ্গিপাড়াও যার ব্যতিক্রম নয়। আজ সকাল 10 ঘটিকায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও সমবায় সমিতির আয়োজনে সমবায় সমিতি দিবস উপলক্ষে শীর্ষক আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়।
এ সময় সেখানে টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা, ভাইস চেয়ারম্যান অসীম কুমার বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান সফিদা আক্তার জোনাকি, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি দিদারুল, টুংগীপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আকরামুজ্জামান শেখ, ছাত্রলীগের সভাপতি শেখ বাবুল হোসেন খোকন সহ সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ভিত্তিক সমাজ গঠনে সকলকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণ করা। তিনি দরিদ্র্য-সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যন্নোয়নে গণমুখী সমবায় আন্দোলনের স্বপ্ন দেখেছিলেন। বাংলাদেশে মানুষের মাথাপিছু জমি ও সম্পদের পরিমাণ অত্যন্ত সীমিত। তাই কৃষি ও অন্যান্য উৎপাদনশীল খাতে বিনিয়োগসহ ব্যবসা-বাণিজ্যে পূঁজি গঠনে সমবায় একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।