টুঙ্গিপাড়ায় ২১ শে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ২১ শে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ বজ্রকন্ঠে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। শুরুতে শহীদদের প্রতি সম্মান দেখিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জোনাকি, ওসি (তদন্ত) তন্ময় মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ জালাল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।