প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৫:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৯, ২০২২, ৯:৩৪ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ায় ১৫০ পিস ইয়াবাসহ যুবক আটক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৫০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার পাটগাতী চৌড়ঙ্গির টোল প্লাজার উত্তর পাশ থেকে ইয়াবা সহ ঐ যুবককে আটক করে থানার উপ-পরিদর্শক কামরুল ইসলাম ও আল- মামুন। মাদক সহ আটক মুরাদ হোসেন শেখ (২১) চিতলমারী উপজেলার মচন্দপুর গ্রামের মৃত আঃ রব শেখের ছেলে। টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক কামরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৫০ পিস ইয়াবাসহ মুরাদ নামের এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা রয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হবে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত