টুঙ্গিপাড়ায় স্বামীর অমানুষিক নির্যাতনে মৃত্যুশয্যায় সন্তানসম্ভবা স্ত্রী
রক্তস্নাত অশ্রুসিক্ত বাংলাদেশে নারী নির্যাতন ও হত্যার কান্ড দিন দিন বেড়েই চলছে। আর এবার টুঙ্গিপাড়ায় ঘটল তেমনই একটি ঘৃণিত ঘটনা। টুঙ্গিপাড়া উপজেলার নিলফা পশ্চিমপাড়া কারী বাড়ী, হুমায়রা আক্তার(২৫) নামে এক গৃহবধূকে অমানুষিক নির্যাতন করেছে তার স্বামী ও পরিবারের লোকজন। দীর্ঘদিন যাবত নির্যাতনের শিকার হলেও হুমায়রা আক্তার(২৫) ঐ গৃহবধূকে গত ১৪ ই ডিসেম্বর রাতে তার স্বামী তাকে মারধর করে।
নীর্যাতনের শিকার ওই গৃহবধূ বর্তমানে ৭ মাসের সন্তানসম্ভবা। দৈনিক শতবর্ষকে দেওয়া এক সাক্ষাতকারে ঐ গৃহবধূ বলেন, আমার স্বামি মোঃ সরিফুল কারি(৩০) আমাকে সর্বদা নীর্যাতন করে। গতকাল পারিবারিক বিষয়ে সূত্রপাত ধরে আমাকে অমানবিক নির্যাতন করে। তিনি বলেন আমার যৌনাঙ্গ সহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত এর চিহ্ন রয়েছে। তবে আজকের মারধরে আমি প্রায় মৃত্যুর পথে। আমার স্বামী আমার গর্বধারন করা পেটেও আঘাত করেছে। ফলে আমি এখন অসহনীয় কষ্টের সাথে সময় কাটাচ্ছি। আমি নির্যাতন সহ্য করতে করতে এখন অতিষ্ট। নির্যাতনের স্বীকার হুমায়রা আক্তার(২৫) ঐ গৃহবধূ এখন টুংগীপাড়া ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।