টুঙ্গিপাড়ায় সেনাবাহিনী ৫৫পদাতিক ডিভিশন কর্তৃক মেডিকেল ক্যাম্প পরিচালনা

 টুঙ্গিপাড়ায় মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে সেনাবাহিনী ৫৫পদাতিক ডিভিশন । আজ ০৭ই জানুয়ারি ২০২২ তারিখে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় অবস্থিত গিমাডাঙ্গা উচ্চ বিদ্যালয় এলাকায় আর্থিক ভাবে অসচ্ছল ও দুঃস্থ মানুষের স্বাস্থ্য সেবায় এক বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে।

সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দল কর্তৃক পরিচালিত এ মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে সর্বস্তরের জনগণ বিশেষ উপকৃত হয়েছে।

এ যশোর সেনানিবাসের চিকিৎসক দল প্রায় ৪০০ জন বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুদের এ সেবা প্রদান করে। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি,ওএসপি,এনডিইউ,পিএসসি, পিএইচডি,এর নির্দেশ ক্রমে চলমান শীতকালীন প্রশিক্ষণে অশংরত ৫৫ পদাতিক ডিভিশনের সেনা সদস্য গণ অর্তমানবতার সেবায় হবে বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ড নিয়মিত ভাবে পরিচালনা করছে।

জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া, মেজর জেনারেল মোঃ নুরুল আনোয়ার, এনবিসি, এইচডিএমসি এএফডাব্লিউসি, পিএসসি, জি এর সার্বিক তত্ত্বাবধায়নে যশোর ও খুলনা অঞ্চলের বিভিন্ন জেলায় নিয়মিতভাবে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ৫৫ পদাতিক ডিভিশনের সেনাসদস্যদের এমন আন্তরিক সহায়তা এ অঞ্চলে বিশেষ প্রাণচাঞ্চল্যের সঞ্চার করেছে। এ কার্যক্রম তদারকিতে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ নুরুল আনোয়ার,এনবিসি, এইচডিএমসি এএফডাব্লিউসি, পিএসসি, জি এ মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শনে আসেন। সব সময়ের ন্যায় বাংলাদেশ সেনাবাহিনীর যশোর অঞ্চলের সেনা সদস্যগণ দেশের সকল প্রয়োজনে নিরলস কাজ করে যাবার প্রত্যয় অবিচল থাকবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *