টুঙ্গিপাড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি সভা অনুষ্ঠিত 

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন শান্তিপূর্ণভাবে করতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন। যার ধারাবাহিকতায় আজ ২৭শে সেপ্টেম্বর মঙ্গলবার টুঙ্গিপাড়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি সভা ।

উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পূজা উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন। টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন সামাজিক বন্ধন ও ধর্মীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন । ধর্ম যারযার কিন্তু উৎসব সবার উল্লেখ করে নির্বাহী কর্মকর্তা বলেন, ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বিশ্বের মধ্যে বাংলাদেশ একটি উদাহরণ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ১৪ বছরে ঈদ, পূজা, বুদ্ধ পূর্ণিমা ও ক্রিসমাসসহ সকল ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে উল্লেখ করে সভাপতি বলেন, এ বছরের দুর্গা পূজাও শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে। তিনি শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি সহযোগিতার আহ্বান জানান।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি দিদারুল ইমরান, টুঙ্গিপাড়া থানা অফিসার ইনচার্জ, কৃষি কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সামাজিক ব্যাক্তিবর্গ, ইমাম, সাংবাদিকসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *