টুঙ্গিপাড়ায় সাংবাদিকদের সম্মিলিত ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) সন্ধায় টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে উপজেলায় কর্মরত বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকদের নিয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে টুঙ্গিপাড়া উপজেলার সিনিয়র সাংবাদিক নবধারার সম্পাদক মেহেদী হাসান, দৈনিক ভোরের ডাকের ইমরান হোসেন, দৈনিক যায়যায়দিনের সওকাত হোসেন মুকুল, আজকের পত্রিকার সজল সরকার, এশিয়ান টেলিভিশনের হাফিজুর রহমান,ডেইলি ট্রাইব্যুনালের এসএম তরিকুল ইসলাম,দৈনিক ভোরের কাগজের সফিক শিমুল, দৈনিক খবর পত্রের সাথে আফজাল হোসেন ,দৈনিক আমার সংবাদের বিপুল হোসেন, দৈনিক কালের সমাজের এমদাদুল হক,দ্যা ডেইলি ক্যাম্পাসের রাকিব চৌধুরী, আজকের দর্পণের ফারহান লাবিব, দৈনিক জবাবদিহির হাবিবুল্লাহসহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

ইফতার পরবর্তীতে টুঙ্গিপাড়া উপজেলার কর্মরত গনমাধ্যম কর্মীরা নিজেদের পেশাগত উন্নয়নের আলোচনা করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *