টুঙ্গিপাড়ায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ কর্মসূচী পালন


সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় কোটালীপাড়ায় আজ দুস্থ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।
আজ ২২ শে নভেম্বর ২০২১ তারিখ সকাল ১০ ঘটিকা হতে দুপুর একটা পর্যন্ত সর্বমোট ১০০০ প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়।
সেনাবাহিনী কর্তৃক বিতরণকৃত প্রতিটি ত্রাণের প্যাকেট ছিল ২ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি লবণ, একটি সাবান, ১ কেজি চিনি, দুইটি হুইল পাউডার, টুথপেস্ট ও হরলিক্স।
বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আলমগীর হোসেন পিএসপি, এমফিল। ছাড়াও উপস্থিত ছিলেন মেজর মোহাম্মদ ফায়েক উজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম টুংগীপাড়া পৌর মেয়র টুটুল সহ অন্যান্য ব্যক্তিবর্গ।