গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত বীর মুক্তিযোদ্ধা গয়ালী বিশ্বাসের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করে তার শেষ কৃত্য সম্পন্ন করা হয়। এসময় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, সহকারী কমিশনার ভূমি দিদারুল ইসলাম, থানার ওসি এফএম নাসিম, ইউপি চেয়ারম্যান সুশেন সেন, পূজা উদযাপন পরিষদ টুঙ্গিপাড়া শাখার সাধারণ সম্পাদক দেবাশীষ মন্ডল সহ প্রমূখ উপস্থিত ছিলেন। মৃত্যু কালে বীর মুক্তিযোদ্ধা গয়ালী বিশ্বাস দুই ছেলে, নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানা যায়, গত রোববার গয়ালী বিশ্বাস উপজেলার টুঙ্গিপাড়া-গোপালপুর রোডে ইট টানা ট্রলির ধাক্কায় গুরুতর আহত হয়। তখন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার একটু উন্নতি হলে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয় ও আজ বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বীর মুক্তিযোদ্ধা গয়ালী বিশ্বাস। এরপর গোপালপুর ইউনিয়নের রুপাহাটী গ্রামের নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।