টুঙ্গিপাড়ায় শ্রী শ্রী দুর্গা পূজা ২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আর মাত্র ৪দিন অপেক্ষা । তারপরেই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ২০২১। আকাশে-বাতাসে পুজোর গন্ধ যেন ম ম করছে । নদীর ধারে কাশ ফুলে হালকা হালকা রেশ দেখা যাচ্ছে । মায়ের আগমণের প্রাককালে নিজেকে সাজিয়ে তুলছে ধরিত্রী । আমরাও প্রস্তুত হচ্ছি মনে মনে । আর পুজো মানেই তো অনেক পরিকল্পনা, অনেক গোছগাছ, প্ল্যানিং ।
একদিকে যেমন আছে ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং, খাওয়াদাওয়া তেমনই আছে সময় মতো পুজো দেওয়া, অঞ্জলি, ভোগ খাওয়া । আর পুজোর পরিকল্পনা কিন্তু শুরু হয় মহালয়া থেকেই । তার প্রেক্ষিতে আজ টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী দুর্গা পূজা ২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। উক্ত আলোচনা সভায় শ্রী শ্রী দুর্গা পূজাকে সুন্দর মন্ডিত করতে বিভিন্ন পরামর্শ ও আলোচনা ব্যাক্ত করেন বক্তারা।
এসময় সেখানে টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি দিদারুল ইমরান, টুঙ্গিপাড়া অফিসার ইনচার্জ একেএম সুলতান মাহমুদ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, মহিলা ভাইস চেয়ারম্যান সফিদা আক্তার জোনাকি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন, পাটগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন মোল্লা সহ আরো অনেক প্রশাসনিক, রাজনৈতিক কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।