টুঙ্গিপাড়ায় শেখ রাসেল স্মৃতি সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন


গোপালগঞ্জের টুঙ্গিপাড়া শেখ রাসেল স্মৃতি সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের ১১ কি.মি ও বালারগাতী হইতে ৩ কি.মি উত্তর দিকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস। সময়ে শেখ রাসেল স্মৃতি সংস্থার নির্বাহী পরিচালক মৃত্যুঞ্জয় মন্ডল, জেলা সমন্বয়কারী শেখ ইশতিয়াক আহম্মেদ, নিখিল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গোপালপুর ইউনিয়নের বন্যাবাড়ি এলাকার শেখ রাসেল স্মৃতি সংস্থা বিভিন্ন সময়ে সমাজসেবামূলক কাজ করে থাকে।