টুঙ্গিপাড়ায় শেখ মনির ৮১ তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে যুবলীগের শ্রদ্ধা


আজ ৪ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮১ তম জন্মদিন। দেশব্যাপী নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। টুংগীপাড়া যার ব্যতিক্রম নয়।৮১ তম জন্মদিন উপলক্ষে শেখ ফজলুল হক মনির জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পগুচ্ছ অর্পণ করেন টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিএম মাহমুদুল হকের নেতৃত্বে টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পগুচ্ছ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন । এসময় ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান মোঃ সোলাইমান বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শেখ অলিদুর রহমান হীরা, যুগ্মসাধারণ সম্পাদক আবুল হাসান, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, দেলোয়ার হোসেন, মাহবুবুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি নুরুল ইসলাম সহ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।