মুক্তিযুদ্ধের সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিন আজ। ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে তার জন্ম। তার বাবা মরহুম শেখ নূরুল হক বঙ্গবন্ধুর নিকটতম আত্মীয় ও ভগ্নিপতি। মা শেখ আছিয়া বেগম বঙ্গবন্ধুর বড় বোন।
দিবসটি উপলক্ষ্যে যুবলীগ বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। সকাল ৯টায় বনানী কবরস্থানে শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্টে নিহতদের কবরে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি পালন শুরু হয়েছে।
এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগিনা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, শেখ ফজলুল হক মনি এর ৮৩ তম জন্মদিন উপলক্ষে টুংগীপাড়া উপজেলা যুবলীগ ও উপজেলা যুবলীগের সকল ইউনিট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিশেষ দোয়া মোনাজাত করেন। এসময় বঙ্গবন্ধু সহ পরিবারের নীহত সকল সদস্যদের রূহের মাগফেরাত কামনা করা হয়।
এসময় সেখানে টুংগীপাড়া উপজেলা যুবলীগের সভাপতি হাসান আহমেদ কচি, সাধারণ সম্পাদক বিএম মাহমুদুল হক, টুংগীপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, টুংগীপাড়া যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক আবুল হাসান সাংগঠন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন টুংগীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম গাজী, ধর্ম বিষয়ক সম্পাদক সজল মাহমুদ ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।