টুঙ্গিপাড়ায় শেখ জামালের ৬৮ তম জন্মদিন উপলক্ষে আ.লীগ নেতা বাবুল শেখের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য পুত্র শেখ জামালের ৬৮ তম জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখের ব্যক্তিগত উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় পাটগাতী নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন বাবুল শেখ মার্কেট প্রাঙ্গনে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে মাহফিলে টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ শুকুর শেখ, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পাটগাতী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবুল বশার গাজী, পাটগাতী ইউপি চেয়ারম্যান মোঃ মিলন মোল্লা সহ টুঙ্গিপাড়া উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, পাটগাতী বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ইফতারের পূর্বে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ জামাল সহ তাদের পরিবারের সকলের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং প্রয়াত আ. লীগ নেতৃবৃন্দ ও বাবুল শেখের মা-বাবা-আত্মীয়-স্বজনের নাজাত কামনা সহ দ্রুত করোনা মুক্ত দেশ চেয়ে দোয়া ও মোনাজাতে সকলে অংশ নেন। এছাড়াও বঙ্গবন্ধু সমাধিসৌধ জামে মসজিদ, বঙ্গবন্ধুর আদিবাড়ি জামে মসজিদ সহ টুঙ্গিপাড়ায় বিভিন্ন মসজিদে শেখ জামালের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *