গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দিন দুপুরে কেরাইলকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিবানী বিশ্বাসের গলার চেইন ছিনতাই করে পালিয়ে গেছে ছিনতাইকারী।
বুধবার দুপুরে বিদ্যালয় থেকে ফেরার সময় উপজেলা পোস্ট অফিসের সামনে এঘটনা ঘটে।
শিক্ষিকা শিবানী বিশ্বাস জানান, প্রতিদিনের মত বিদ্যালয় থেকে বের হয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গাড়ির জন্য পোস্ট অফিসের সামনে অপেক্ষা করছিলাম। তখন আমার মোবাইলে একটি কল আসলে কথা বলা শুরু করি। হঠাৎ একটি ছেলে মোটরসাইকেল চালিয়ে এসে পাশেই থামায়। কিন্তু আমি ভেবেছি হয়তো তার গাড়িতে কোন সমস্যা হয়েছে। তার একটু পরেই ছেলেটি মোটর সাইকেল চালু করে আমার গলায় থাকার পঞ্চাশ হাজার টাকা মূল্যের চেইনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
তিনি আরো জানান, তখন চিৎকার শুরু করলে পরিচিত কয়েকজন ব্যাক্তি মোটরসাইকেলের পিছনে ধাওয়া করলেও ছিনতাইকারীকে ধরতে পারেনি।