টুঙ্গিপাড়ায় শত্রুতার জের ধরে চাচাতো ভাইয়ের ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ার পাটগাতি মধ্যপাড়া নিবাসী আতাউর রহমান খোকন (৪৫) নামের এক ব্যাক্তির উপর প্রভাবশালীদের সঙ্গে নিয়ে সঙ্গবদ্ধ ভাবে মোঃ আনিচ মুন্সি(২৮) একজনের ঘর পেট্রল দিয়ে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে।

২০ অক্টোবর দিবাগত আনুমানিক রাত ২টায় পাটগাতি মধ্যপাড়া এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে ঘটনাস্থলে গোপালগঞ্জ এডিশনাল এসপি, ও টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ একেএম সুলতান মাহমুদ উপস্থিত হয়।

ভুক্তভোগী মানিক মুন্সি ও আনিচ মুন্সি থানায় অভিযোগ করলে আজ সকালে অভিযুক্ত আতাউর রহমান খোকন কে পুলিশ গ্রেফতার করে। সরেজমিনে গিয়ে দেখা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আতাউর রহমান খোকন একজন নামধারী মহোরি। পূর্বেও তার বিরুদ্ধে জায়গাজমি নিয়ে এমন দূর্নীতি ও অনিয়ম এর অভিযোগ রয়েছে।

এমনকি নিজের আপন ভাইয়ের সঙ্গেও করেছে অমানবিক আচরণ করেছে নিশ্ব। ভুক্তভোগী মানিক মুন্সি ও আনিচ মুন্সি বলেন, দীর্ঘ দিন যাবত জায়গা জমি নিয়ে আমাদের মধ্যে বিরোধ ছিলো।যার জের ধরে গত ৩০শে সেপ্টেম্বর আমার একটি নতুন ঘর ভেঙে চুরমার করে ও আমাকে মেরে ফেলার হুমকি দেয়। সেই শত্রুতার জের ধরে গতকাল এমন অমানবিক ঘটনা ঘটায়।

ভুক্তভোগী মানিক মুন্সি বলেন ঘরে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা , ১ ভরি স্বর্ণালঙ্কার লুট করার পর কিছু অসাধু লোকদের সাথে নিয়ে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয় ফলে বাসার সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় এমনকি ঘরে থাকা কুরআন শরীফ টি পুড়ে ছাই হয়ে যায়। পেশায় দিন মজুর আনিছ মুন্সির একমাত্র বসত ঘরটি পুড়ে বর্তমানে তিনি মানবতার জীবন যাপন করছেন। কান্না জড়িত কন্ঠে সাংবাদিকদের বলেন, আমি এখন সর্বহারা নিশ্ব। তাই আমি এর উপযুক্ত বিচার চাই। টুঙ্গিপাড়ায় এমন একটি ঘটনা ঘটায় এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় বইছে। সচেতন মহল সর্বস্তরের জনগণ সকলে জানিয়েছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

preload imagepreload image