টুঙ্গিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস২০২১

পালিত
 টুঙ্গিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস২০২১। আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ৫০বছর পূর্তি হলো আজ। দেশব্যাপী নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। জাতির জনকের পূণ্যভূমি টুংগীপাড়া ও তার ব্যতিক্রম নয়।
আজ শুক্রবার সকাল ৮ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা প্রশাসন সহ সর্বস্তরের জনগণ টুংগীপাড়া উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সেখানে টুংগীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ,উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, উপজেলা নিবার্হী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, মুক্তিযোদ্ধবৃন্দ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস৷ লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা, এই দিনে জাতি স্মরণ করছে বীর শহিদদের৷ স্বাধীনতা দিবস তাই বাংলাদেশের মানুষের কাছে মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হওয়ার ইতিহাস৷ ১৯৭১ সালের ২৬শে মার্চ শুরু হয় মুক্তিযুদ্ধ৷ ২৫শে মার্চের মধ্যরাত থেকে শুরু হওয়া হত্যাযজ্ঞের ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে দাঁড়িয়ে বাংলাদেশিরা এই দিন থেকে মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীন করার শপথ গ্রহণ করে৷ ঐ রাতেই তৎকালীন পূর্ব বাংলার পুলিশ, ইপিআর ও সেনাবাহিনীর সদস্যরা শুরু করে প্রতিরোধ যুদ্ধ, সঙ্গে যোগ দেয় সাধারণ মানুষ৷ ৯ মাসের যুদ্ধে ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে ১৬ই ডিসেম্বর অর্জিত হয় স্বাধীনতা৷ জন্ম হয় বাংলাদেশের৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *