টুঙ্গিপাড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ এর অধীন অভিযোগ দায়ের এবং অপরাধ ও দণ্ডের বিধান অনুযায়ী গতকাল ৯নভেম্বর পাটগাতি বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত এক ব্যবসায়ীকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে জরিমানা করেন। টুঙ্গিপাড়ার পাটগাতি বাসস্ট্যান্ডের মানিক সুপারমার্কেটে অবস্থানরত শুভেচ্ছা কসমেটিকসে এ জরিমানা করা হয়। মোঃ শামীম হাসান (এ,ডি) ও আরিফ হোসেন (বিএম ও) এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পাটগাতি বাজার এর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে এ জরিমানা করেন। জরিমানার পরিমাণ ১ হাজার টাকা।