টুঙ্গিপাড়ায় মুসলিম-হিন্দু সম্পৃতি বজায় রাখতে সুধী সমাবেশ অনুষ্ঠিত


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ২৩ অক্টোবর শনিবার সকাল ১১ টায় টুঙ্গিপাড়া অডিটরিয়মে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়।
এসময় উক্ত এলাকায় হিন্দু-মুসলিম সম্প্রতি সুষ্ঠ পরিবেশ বজায় থাকে তার উপর গুরুত্ব প্রদান করা হয়। উপস্থিত সকলে ঐক্যবদ্ধ ভাবে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে একত্ততা ঘোষনা করেন।
অহেতুক উষ্কানিমূলক বক্তব্য, ধর্মীয় অনুভুতিতে আঘাত হয়েছে ফেসবুকের এমন পোষ্ট পরিহার করতে সকলে প্রতি আহবান জানান অনুষ্ঠান সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম। এসময় সেখানে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর সাবেক মেয়র ইলিয়াস হোসেন সরদার, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, ইসলামিক ফাউন্ডেশন গোপালগঞ্জ জেলার উপ পরিচালক আবু ওবায়দা মোহাম্মদ মাসুদ হক, পূজা উদযাপন কমিটির সভাপতি শৈলেন্দ্র নাথ মন্ডল, পাটগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিলন মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বি এম তাওফীক ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস সহ রাজনৈতিক, প্রশাসনিক ব্যাক্তিবর্গ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন