প্রতি বছর আগষ্ট আসে বাঙালির হৃদয়ে শোক আর কষ্টের দীর্ঘশ্বাস হয়ে। পুরো জাতি গভীর শোক ও শ্রদ্ধায় শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করে।
এ বছর করোনাভাইরাস মহামারী পরিস্থিতিতেও জাতীয় শোক দিবসকে সামনে রেখে আজ আগস্টের প্রথম দিন থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি শুরু করছে।
টুঙ্গিপাড়ায় ও যার পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে শোক দিবস কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি। আজ পহেলা আগস্ট জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে টুংগীপাড়া উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ পৌর আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ ই আগস্ট এ নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় সেখানে উপজেলা আওয়ামী লীগের পক্ষে উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম সহকারী কমিশনার ভূমি দিদারুল ইমরান, থানা অফিসার ইনচার্জ এএফএম নাসিম,পৌর মেয়র তোজাম্মেল হক টুটুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ সহ সকল আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।