টুঙ্গিপাড়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শারদীয় উপহার বিতরণ অনুষ্ঠান


শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার বিতরণ অনুষ্ঠান করা হয়েছে। আজ ১৩ই অক্টোবর বিকালে টুংগীপাড়া উপজেলা পরিষদের ভবনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ৭২ টি পূজামণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদকের হাতে উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেন।

এ সময় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জানাব শাহিদা সুলতানা জেলা প্রশাসক গোপালগঞ্জ। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ড. অসীম সরকার সভাপতি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট গোপালগঞ্জ জেলা ও অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক শাখা।
আরো উপস্থিত ছিলেন সাবেক ধর্ম মন্ত্রীর সহধর্মিনী, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, টুংগীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি দিদারুল ইসলাম, টুঙ্গিপাড়া থানা অফিসার ইনচার্জ এ কে এম সুলতান মাহমুদ, টুংগীপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুংগীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বিএম ফোরকান আলী, টুংগীপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক দেবাশিস মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং পূজা মন্ডপ এর সভাপতি সাধারণ সম্পাদক গণ।