আজ বৃহস্পতিবার বিকাল ৫ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নের কাকুইবুনিয়া গ্রামে মন্দিরের জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে এক বিরাট সংঘর্ষ হয়।
কাকুইবুনিয়া সার্বজনীন পূজা মন্ডপের অন্যতম জমিদাতা মৃত সুবল শিকদারকে মন্দিকের কমিটি থেকে বাদ দেওয়ায় এ নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে।
জানা যায়, আজ বিকালে উপজেলা ভুমি অফিসের তফসিলদার কাকুইবুনিয়া সার্বজনীন পূজা মন্দিরের ৫১ শতাংশ জমি সংক্রান্ত মামলার তদন্ত করতে যায়।
পরক্ষনেই মন্দিরের সামনে মামলার বাদী মিলন শিকদার ও টুঙ্গিপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব অসীম কুমার বিশ্বাসের লোকজনের মাঝে কথা কাটাকাটির ও হাতাহাতি হয়। এই হাতাহাতি ব্যাপক সংঘর্ষে রুপ নেয়।
সংঘর্ষের এক পর্যায়ে লাঠি দিয়ে আঘাত সহ এলোপাতাড়ি ইট ও খোয়া নিক্ষেপ চলতে থাকে।
উক্ত সংঘর্ষে ৫ জন আহত হন ও একজন গুরুতর আহত হন।
আহতদের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করানো হলে গুরুতর আহত সুবল শিকদারকে (৫০) মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক ডা: দিবাকর বিশ্বাস।
এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা(তদন্ত) তন্ময় মন্ডল জানান নিহতের লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সংঘর্ষস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।প্রাথমিকভাবে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।