টুঙ্গিপাড়ায় মদিনাতুল উলুম ক‌ওমি মাদ্রাসায় খতমে বোখারি ও দোয়া মাহফিল 

 গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মদিনাতুল উলুম মহিলা ক‌ওমী মাদ্রাসা ও এতিমখানায় খতমে বোখারি এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ জানুয়ারি) বেলা ১২ টায় মাদ্রাসার মূল ভবনে ১৪৪৫ হিজরী শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস (মাস্টার্স) সম্পূর্ণকৃত ছাত্র-ছাত্রীদের খতমে বোখারির শেষ দরস (সবক) প্রদান করেন কওমি শিক্ষা বোর্ড গওহরডাঙ্গা মাদ্রাসার শিক্ষা সচিব ও মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম আলহাজ্ব হযরত মাওলানা শামসুল হক।

খতমে বোখারি অনুষ্ঠানে মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার নায়েবে মোহতামিম মাওলানা আব্দুল কাইয়ুম ও মাও ইমদাদুল হকের সঞ্চালনায় গ‌ওহরডাঙ্গা মাদ্রাসার সিনিয়র মোহাদ্দেস হযরত মাওলানা হাসমতুল্লাহ, বড়গুনী মাদ্রাসার শায়খূল হাদিস হযরত মাওলানা সিরাজুল হক সহ আরো অনেকে বক্তব্য রাখেন।এসময় উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ অত্র মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

খতমে বোখারি অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও বিদায়ী শিক্ষার্থীদের কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *