টুঙ্গিপাড়ায় ভ্রাম্যমান আদালতের সচেতনতা বৃদ্ধি মূলক অভিযান

করোনাভাইরাস মোকাবেলায় সচেতনতা বৃদ্ধিতে আজ শনিবার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় ভ্রাম্যমাণ আদালত করোনাভাইরাস মোকাবেলায় সচেতনতা মূলক কর্মসূচি পরিচালনা করেছে, সেই সঙ্গে মানুষকে মাস্ক পরতে উদ্বুদ্ধও করা হয়ছে।

আজ ৩রা জুলাই (লগডাউন এর ৪র্থ দিন) সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিয়াজুর রহমান জেলা প্রশাসকের কার্যালয় গোপালগঞ্জ, নিরাপত্তা রক্ষার্থে কর্মরত সেনাবাহিনীর একটি চৌকস দল এর যৌথ উদ্যোগে করোনাভাইরাস মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা হয়ে পাটগাতি বাস স্টান্ড, পাটগাতি বাজার ও গ‌ওহরডাঙ্গা চৌরঙ্গী, সহ টুঙ্গিপাড়া পৌরসভা এলাকা ঘুরে আবারও টুংগীপাড়া উপজেলা এসে শেষ হয়।

এসময় জনসাধারনের উদ্দেশ্যে সহকারী কমিশনার মোঃ রিয়াজুর রহমান বলেন, সারা দেশের ন্যায় টুঙ্গিপাড়ায় দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। করোনা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গোপালগঞ্জ জেলা  প্রশাসন প্রথম থেকেই নিরলস ভাবে কাজ করছে।

খাদ্যসামগ্রী ও নগদ অর্থ অসহায় মানুষের মাঝে বিতরণ করেছে। এবং ভবিষ্যতেও থাকার প্রতিশ্রুতি দেন। তিনি আরো বলেন, মানুষকে সচেতন করতে পারলেই করোনা নিয়ন্ত্রণে রাখা সম্ভব ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *