"ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল" স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভূমি সেবা সপ্তাহ ২০২১ পালিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে কুশলী ইউনিয়ন ভূমি অফিস কার্যালয়ে সেবা সপ্তাহের উদ্বোধন করেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইলিয়াসুর রহমান। উদ্বোধনী শেষে সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস,প্যানেল মেয়র কাজী ফখরুল ইসলাম, কুশলি ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন প্রমূখ।