গ্রামীণ ব্যাংকের উদ্যোগে টুঙ্গিপাড়ায় বৃক্ষ রোপন কর্মসূচী পালিত
মুজিব শতবর্ষ উপলক্ষে এ বছর ২৩,২৩,০০০( তেইশ লক্ষ তেইশ হাজার) বৃক্ষ রোপন কর্মসূচী পালন করার ঘোষনা দিয়েছেন গ্রামীণ ব্যাংক মাদারীপুর যোনাল অফিস ।
তার ই অংশ হিসেবে আজ ২৪ আগষ্ট মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় গ্রামীণ ব্যাংক পাটগাতী টুঙ্গিপাড়া শাখায় পালিত হলো বৃক্ষ রোপন কর্মসূচী- ২০২১। মাদারীপুর যোনাল অফিসের, যোনাল ম্যানেজার, গৌরঙ্গ চন্দ্র দাস (ডি.জি.এম) নিজে উপস্থিত থেকে পাটগাতী টুঙ্গিপাড়া শাখার অধিকাংশ সদস্যদের মাঝে বৃক্ষ বিতরণ করেন। এবং প্রতিটি সদস্যকে বৃক্ষ রোপণের গুরুত্ব সম্পর্কে বলেন।
তিনি আরো বলেন প্রতিটি বাড়িতে যেন বৃক্ষ রোপন করা হয়। মাদারীপুর যোনাল অফিসের উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে এ বছর ইতিমধ্যে ৮,৭২,০০০ বৃক্ষরোপন সম্পন্ন হয়েছে। তিনি এই কর্মসূচী সফল করার জন্য সকলের সহযোগীতা কামনা করেছেন।