টুঙ্গিপাড়ায় বিকাশের (সফিকুল টেলিকমের) টাকা চুরি করা সেই চোর গ্রেফতার


টুঙ্গিপাড়ার ইতিহাসে সফিকুল টেলিকম থেকে বিকাশের টাকা চুরির ঘটে যাওয়া সবচেয়ে চাঞ্চল্যকর ও ভয়াবহ চুরির ঘটনার সেই চোর চক্র কে ধরতে সক্ষম হয়েছে টুঙ্গিপাড়া থানা পুলিশ।
চুরির এ ঘটনার ১২ দিন পর টুঙ্গিপাড়া অফিসার ইনচার্জ এস এম কামরুজ্জামান এর তৎপরতায় চোরচক্রের প্রধান দুই সদস্য কে আটক করা হয়েছে।
আজ ১৫ই জুন সকাল বেলা এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান।
আটককৃতদের মধ্যে একজন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার ঘাঘর গ্রামের আব্দুল গনি গোলদারের ছেলে ফিরোজ (৩৬) ও ২য় জন মাদারীপুর জেলার রাজৈর থানার চর বদরপাশা গ্রামের আব্দুল হাকিম বেপারীর ছেলে সেলিম বেপারী (৩৮)।
এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সংবাদ মাধ্যমে প্রচারিত হলে জনমানুষের মনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ঘটনা স্থলের আশেপাশে অন্যান্য দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করে আটক করেতে সক্ষম হয় টুঙ্গিপাড়া থানা পুলিশ।
উল্লেখ্য, টুঙ্গিপাড়া থানাধীন পাটগাতী বাসস্ট্যান্ডে টুঙ্গিপাড়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ব্রিজের বিপরীত পাশে সফিকুল টেলিকম থেকে গত ০৩/০৬/২০২৩ তারিখ সকাল অনুমান ০৮:০০ ঘটিকার সময় ব্যবসায়িক লেনদেনের নগদ ৪,৯৯,৫০০/-(চার লক্ষ নিরানব্বই হাজার পাঁচশত) টাকা চুরি করে অজ্ঞাতনামা চোরের একটি সংঘবদ্ধ চোরচক্র। এ ঘটনায় ভুক্তভোগী সফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করলে তার পর থেকেই চোর চক্র কে ধরতে চেষ্টা চালায় টুঙ্গিপাড়া থানা পুলিশ। অবশেষে দীর্ঘ ১২দিনের বিশেষ অভিযানের পর নাটকীয় এ চোরচক্র কে ধরতে সক্ষম হয়েছে টুঙ্গিপাড়া থানা পুলিশ।