গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বাংলাদেশ ইসলামী ব্যাংক, টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপক মোঃ শাহানুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্নি ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বাদশা, সাবেক চেয়ারম্যান খালিদ জোমাদ্দার, পরিচালক (অপারেশন) মির্জা মোঃ শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাহেব আলী মোল্লা। এ সময় স্বাস্থ্যবিধি মেনে ইসলামী ব্যাংক বর্নি এজেন্ট ব্যাংকিং শাখার স্বত্বাধিকারী মোঃ রবিউল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ সোলাইমান বিশ্বাস তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বর্তমান সরকার ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। অত্র এলাকার জনগণ খুব সহজেই এই এজেন্ট ব্যাংকিং থেকে সেবা নিয়ে তাদের জীবন- জীবিকা আরো উন্নত ও উপভোগ্য করে গড়ে তুলতে পারবেন। এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় আমি ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই।