টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে । বৃহস্পতিবার (২৭ জুলাই ২০২৩) সকালে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় সঙ্গিতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন,ও বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে শুরু হয় স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিকতা। পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ নিজামুল হক পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী গাজী নুরুল ইসলাম এর সঞ্চালনায় এরপর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহস্রাধিক নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধি থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে। এটি টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা,কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।
এসময় সেখানে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের,সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিএম মাহমুদ হক, পৌর যুবলীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ সামছুল হক, সাধারণ সম্পাদক মোঃ লিংকন মোল্লা, সহ টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে আলোচনা সভায় বক্তারা, স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাসহ ২৯তম বছরে নানা কর্মকান্ড ও দেশের জনমানুষের কাজে নিজেদের আত্ম নিয়োগের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের দেশের উন্নয়নে কাজ করার আহবান জানান।