গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর ৯২ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ নারী পুলিশ কল্যাণ সমিতি(পুনাক) এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে এক হাজারে ও বেশি অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে।
সোমবার উপজেলার গিমাডাঙ্গা জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ নারী পুলিশ কল্যাণ সমিতি(পুনাক) এর সভাপতি জিশান মির্জা।
বাংলাদেশ নারী পুলিশ কল্যাণ সমিতি(পুনাক) এর পরিচালনায় ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে উপজেলার ৫টি ইউনিয়ন থেকে ভিড় করেন মানুষ। সবাইকে চিকিৎসা দিতে নাক,কান,গলা, গাইনী, অর্থপেডিক বিভাগের বিশেষজ্ঞ ১২ জন ডাক্তার নিয়োজিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়শা সিদ্দিকা সহ প্রশাসনিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ নারী পুলিশ কল্যাণ সমিতি(পুনাক) এর সভাপতি জিশান মির্জা বলেন, বাংলাদেশ নারী পুলিশ কল্যাণ সমিতি(পুনাক) মানুষের সেবায় সবসময় কাজ করছেন। তাই তার যে কোন কাজে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
প্রতিবছর যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। শুধু টুঙ্গিপাড়ায় নয়, পুরো বাংলাদেশে এর পরিধি ছড়িয়ে দেয়ার আহবান জানান তিনি। এমন মহতী উদ্যোগের পাশে সবসময় থাকার প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশ নারী পুলিশ কল্যাণ সমিতি(পুনাক) এর সভাপতি জিশান মির্জা।
পরে তিনি জাতির পিতার সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় ৭৫ এর ১৫ই আগস্টে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।