প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ৩:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২০, ৮:০৪ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু’র সমাধিতে শ্রদ্ধা জানিয়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে আসন্ন টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
পৌর নির্বাচনের তৃতীয় ধাপে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল চলছে। বৃহস্পতিবার মেয়র ও কাউন্সিলর প্রার্থীগণ স্ব-স্ব কর্মী-সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
দুপুর সাড়ে ১২ টার দিকে আওয়ামীলীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী শেখ তোজাম্মেল হক টুটুল উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসার ফয়জুল ইসলামের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এম বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারন সম্পাদক মোঃ বাবুল শেখ, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বি এম ফোরকান বিশ্বাস, সাবেক ছাত্রলীগ নেতা ও শেখ পরিবারের সদস্য শেখ অলিদুর রহমান হীরা সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ তোজাম্মেল হক টুটুল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করে পবিত্র ফাতেহা ও দুরূদ পাঠ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতা-কমীর্রা উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার নিকট। বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতীকে মেয়র প্রার্থী শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, আমি মেয়র নির্বাচিত হয়ে টুঙ্গিপাড়া পৌরবাসীর জন্য সুপেয় পানি, উন্নত রাস্তাঘাট, ড্রেন ও শিক্ষা ব্যবস্থার কাজ প্রথমে হাতে নেব। টুঙ্গিপাড়া পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসাবে গড়ে তুলবো ইনশাল্লাহ্।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত